HP Banner
Maintance

ফেইসবুকে আসছে ওয়াচ পার্টি ফিচার

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৮, ০২:৪৮ - আপডেটঃ জানুয়ারি ১৮, ২০১৮, ০২:৪৮

group-video-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক ওয়াচ পার্টি নামে নতুন একটি ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ফেইসবুক গ্রুপের সদস্যরা একই সঙ্গে ভিডিও দেখতে পারবে। এতে ভিডিও করতে করতে চ্যাট করারও সুবিধা থাকছে। মঙ্গলবার এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ঘোষণা দেয় ফেইসবুক।

গ্রুপের অ্যাডমিন ভিডিও সিলেক্ট করে দিলেই একই সময়ে একই ভিডিও দেখতে অন্য গ্রুপের সদস্যরাও দেখতে পারবে। ভিডিওগুলো লাইভ কিংবা রেকর্ড করাও হতে পারে।

ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অব প্রডাক্ট ফিডজি সিমোই বলেছেন, একসঙ্গে ভিডিও দেখার সুবিধা দিতেই এ ফিচার যুক্ত করা হয়েছে।

group-video-techshohor

ফেইসবুক জানিয়েছে ভবিষ্যতে ওয়াচ পার্টির পরিধি আরও বাড়ানো হবে। ইউটিউব থেকে নিজেদেরকে আলাদা রাখতে ফেইসবুক লাইভ স্ট্রিমিংয়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। কিন্তু লাইভ ভিডিওতে আসা ব্যক্তিরা অন্য ব্যবহারকারীদের কাছ থেকে তেমন একটা সাড়া পাচ্ছেন না।

তাই ভিডিও প্ল্যাটফর্মকে জনপ্রিয় করে তুলতেই ওয়াচ পার্টি ফিচারটি আনতে যাচ্ছে ফেইসবুক।

বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত