Maintance

এলো মেইজুর নতুন ফোন

প্রকাশঃ ৮:৩০ অপরাহ্ন, জানুয়ারি ১৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ন, জানুয়ারি ১৭, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : নানা গুঞ্জনের পরে অবশেষে নতুন ফোন ‘মেইজু এম৬এস’ এর উন্মোচন করলো মেইজু।

ফোনটির সাইডবারে থাকা পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৫ দশমিক ৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটির রেজুলেশন ১৪৪০×৭২০ পিক্সেল। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে ১৮:৯ রেশিওয়ের ফুলভিউ ডিসপ্লে।

প্রসেসর হিসেবে রয়েছে ছয় কোরের এক্সিনোজ ৭৮৭২ চিপসেট। যার মধ‍্যে দুটি কোর ২.০ গিগাহার্টজ কটেক্স এ৭৩ এবং বাকি ৪টি কোরে রয়েছে ১.৬ গিগাহার্টজ কটেক্স এ৫৩। গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে মালি জি৭১ জিপিইউ। ৩ গিগাবইট র‍্যামের পাশাপাশি ৩২ ও ৬৪ গিগাবাইট র‍্যামের সংস্করণে মিলবে ডিভাইসটি।

Symphony 2018

ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে এফ/২.০ অ্যাপাচার সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল ক‍্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক‍্যামেরা।

ব‍্যাকআপ দিতে এতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব‍্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৩০ মিনিটেই ফোনটি অর্ধেক চার্জ হবে বলে জানিয়েছে মেইজু।

ফোনটি মূল‍্য নির্ধারণ করা হয়েছে ১৫৫ মার্কিন ডলার। তবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণটির মূল‍্য ১৮৬ মার্কিন ডলার। আগামী ১৯ জানুয়ারি থেকে ফোনটির বিক্রি শুরু হবে। ব্ল্যাক, সিলভার, গোল্ড ও ব্লু রঙে মিলবে ডিভাইসটি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/