HP Banner
Maintance

মেয়েদের কটাক্ষ ও গোপন ভিডিওর হুমকিতে ফেইসবুকে ক্ষোভ

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৮, ০২:০৬ - আপডেটঃ জানুয়ারি ১৬, ২০১৮, ০২:০৬

sigarete-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে ফেইসবুকে এক ভিডিওর বক্তব্যের সূত্র ধরে অনেকেই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করছেন।

সাব্বির অর্ণব নামের এক তরুণ প্রায় ১২ মিনিটের ওই ভিডিও ইউটিউবে দিয়েছেন। ভিডিওটির নাম দেওয়া হয়েছে বৈষম্য।

ভিডিওটিতে দেখা যায়, সাব্বির অর্ণব ছেলে ও মেয়েদের ধূমপান নিয়ে একের পর এক বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য অনেকের কাছেই উস্কানিমূলক বলে মনে হয়েছে।

sigarete-techshohor

অর্নব বলেছেন, পাবলিক প্লেসে ছেলেরা ধূমপান করলে তার সমস্যা হয় না, তবে মেয়েরা ধূমপান করলে তার সমস্যা হয়।

এ নিয়ে তার যুক্তি হলো, ‘একটা ছেলের সবার সামনে সিগারেট খাওয়া নরমাল কিন্তু একটা মেয়ের জন্য নরমাল না।’

তবে সবচেয়ে ভয়ংকর দিক হলো ভিডিওর এক পর্যায়ে তিনি গোপনে মেয়েদের ছবি তুলে সেটি ফেসবুকে আপলোড করে দেয়ার আহবান জানিয়েছেন সবাইকে।

ইউটিউবে পাওয়া ভিডিওটির নীচে এর স্ক্রিপ্ট লেখক ও পরিচালক হিসেবে হায়াত মাহমুদ রাহাতের নাম উল্লেখ রয়েছে।

অনেককেই ফেসবুকে এ ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তানিয়া কামরুন নাহার নামে একজন তার মন্তব্যে লিখেছেন, মূর্খ ও সাইকোপ্যাথ।

অনিক খান নামে একজন লিখেছেন, আমার এই ভিডিও দেখে প্রচণ্ড মেজাজ খারাপ হয়েছে! অ্যান্টি-পাবলিক স্মোকিং একটা স্ট্যান্ড নিলেও কথা ছিল!

সায়েদ খালেদের মন্তব্য, একটা ফালতু ভিডিও ছাড়া আর কিছু দেখি না ওটাতে।

অপরাজিতা সঙ্গীতা লিখেছেন, আইনি ব্যবস্থা নেওয়ার কোন বিকল্প নেই।

এম রবিউল ইসলাম লিখেছেন তিনি ভিডিওটি দেখেই রিপোর্ট করেছেন।

এভাবে অনেকেই ক্ষোভ প্রকাশ করে গোপনে মেয়েদের ছবি ভিডিও করার উস্কানি দেওয়ায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।

বিবিসি বাংলা

*

*

সর্বাধিক পঠিত