HP Banner
Maintance

আসছে স্যামসাং গ‍্যালাক্সি অন৭ প্রাইম

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৮, ০৮:৩০ - আপডেটঃ জানুয়ারি ১৬, ২০১৮, ১২:৫১

Symphony 2018
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর :  দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাং গ‍্যালাক্সি অন৭ প্রাইম নামে নতুন একটি ফোন আনতে যাচ্ছে।
বুধবার ভারতে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ইতোমধ‍্যে দেশটির সাংবাদিকদের উন্মোচন  অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

ফোনটিতে থাকতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন হলো ১৯২০×১০৮০ পিক্সেল। এতে থাকতে পারে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর এক্সিনোজ ৭৮৭০ প্রসেসর। ৩ গিগাবাইট র‍্যামের পাশাপাশি থাকবে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। সেখানে ব‍্যবহারকারীরা ব‍্যবহার করতে পারেন ২৫ গিগাবাইট।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৭.১.১ নোগাট, যা পরবর্তীতে ওরিওতে আপডেট দেওয়া যাবে। ছবি তোলার জন্য ফোনটির সামনে ও পেছনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ক‍্যামেরা। এছাড়া থাকবে জিপিএস, ওয়াইফাই, এনএফসি, ব্লুটুথ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা।

৩.৫ হেডফোন জ‍্যাকের পাশাপাশি ফোনটিতে ডুয়েল সিম ও ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব‍্যবহারের সুবিধা পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য কতো হবে সে সম্পর্কে কোনো তথ‍্য জানানো হয়নি।

গ‍্যাজেট নাও অবলম্বনে তুসিন আহমেদ

*

*

সর্বাধিক পঠিত