Maintance

সাশ্রয়ী দামের ৩ ফোন আনলো ওয়ালটন

প্রকাশঃ ৫:৪৪ অপরাহ্ন, জানুয়ারি ১৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ন, জানুয়ারি ১৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন তিন মডেলের ফিচার ফোন এনেছে ওয়ালটন। মডেলগুলো হলো ওলভিও এমএইচ১৫, ওলভিও কিউ৩৬ ও ওলভিও এমএম১৪।

ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ওলভিও এমএইচ১৫ মডেলে ব্যবহার করা হয়েছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে। এতে রয়েছে ১৩৫০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

Symphony 2018

বাকি দুই মডেলে রয়েছে ২.৪ ইঞ্চির পর্দা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ওলভিও কিউ৩৬ মডেলে রয়েছে ১০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অন্যদিকে, ওলভিও এমএম১৪ মডেলে রয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

ওলভিও এমএইচ১৫, ওলভিও কিউ৩৬ ও ওলভিও এমএম১৪ ফোনগুলোর দাম যথাক্রমে ১৫৫০, ১৪৮০ ও ১০৯০ টাকা।

আনিকা জীনাত

*

*

Related posts/