Maintance

স্মার্টফোন মেলায় মিলছে লেনোভো ইয়োগাবুক

প্রকাশঃ ২:২৮ অপরাহ্ন, জানুয়ারি ১৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ন, জানুয়ারি ১৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে দেখা মিলেছে স্মার্টফোন ছাড়াও আরও  কিছু গ্যাজেট ও ডিভাইসের, যার মাঝে লেনোভো ইয়োগাবুক অন্যতম।

ট্যাব, গ্রাফিক্স ট্যাব ও ল্যাপটপের মাঝামাঝি এমন ডিভাইস এর আগে ও পরে আর কেউ তৈরি করেনি।

অত্যন্ত পাতলা ল্যাপটপ আকৃতির ডিভাইসটিতে রয়েছে ১০ ইঞ্চি ফুল এইচডি টাচস্ক্রিন। কিবোর্ড অংশে বোতামযুক্ত কিবোর্ডের বদলে রয়েছে টাচ প্যানেল, যার মাঝে কিবোর্ডের আউটলাইন করা আছে।

বাটন কিবোর্ড ব্যবহার না করার মূল কারণ, এ অংশটি স্টাইলাসের মাধ্যমে আঁকাআঁকির জন্যও ব্যবহার করা যাবে।

Symphony 2018

ডিভাইসটি পুরোপুরি উল্টো ভাঁজ করে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। হালকাপাতলা গড়নের হওয়ায় অন্যান্য কনভার্টিবলের মত ব্যবহারে অসুবিধা হয় না।

ইয়োগাবুকে রয়েছে ইন্টেল অ্যাটম কোয়াডকোর প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, ৬৪ গিগাবাইট রম, মাইক্রোএসডি কার্ড স্লট ও সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

ডিভাইসটি চালানোর জন্য রয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। টানা ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

মেলায় লেনোভোর স্টল দুটিতে ৫৫ হাজার টাকা মূল্যে ট্যাব ও ল্যাপটপ হাইব্রিড ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

এস এম তাহমিদ

*

*

Related posts/