Maintance

জুনে আসছে ওয়ানপ্লাস ৬

প্রকাশঃ ৯:২৯ অপরাহ্ন, জানুয়ারি ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ অপরাহ্ন, জানুয়ারি ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা নির্মাতা ওয়ানপ্লাস বিগত দু’বছরে ছয় মাস পর পর নতুন ফোন এনে বেশ শোরগোল তৈরি করেছে।

অল্প কিছুদিন আগে ওয়ানপ্লাস ৫টি বাজারে আসার পরপরই ওয়ানপ্লাস ৬ কবে আসবে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এ ব্যাপারে সম্প্রতি সিনেটের এক সাক্ষাতকারে কিছু তথ্য জানিয়েছেন ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাও।

তার ভাষ্যমতে, ওয়ানপ্লাস ৬ আসছে ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকের শেষে। অর্থাৎ জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের শুরুতে। এর আগে ওয়ানপ্লাস ৫ ফোনটিও ২০১৭ সালের একই সময় বাজারে এসেছিল।

Symphony 2018

ফোনটি আসতে এখনো প্রায় ৬ মাস বাকি, তার আগেই এমন ঘোষণাকে খুব সাধুবাদ জানাচ্ছেন পিট। পিট লাও বলছেন, ফোনটিতে কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার করা হবে। তবে এ ছাড়া আর কিছু জানা যায়নি।

এবছর ওয়ানপ্লাস ৬ এর পর ৬টি এর দেখা মিলবে কিনা সে বিষয় তিনি কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ৬টি আসার সম্ভাবনা কম বলে ধারণা করছেন সবাই।

সম্প্রতি ওয়ানপ্লাস ও অপ্পোর সংযুক্ত মূল কোম্পানি ভিভো সরাসরি ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমৃদ্ধ ফোন উন্মোচন করার পর অনেকেই ধারণা করছেন প্রযুক্তিটি ওয়ানপ্লাস ৬ এও দেখা যাবে। এখন অপেক্ষার পালা নতুন কি ডিজাইন নিয়ে ওয়ানপ্লাস হাজির হয়।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/