Maintance

ফোরজি নিয়ে হাইকোর্টের আদেশ আটকে গেল চেম্বার আদালতে

প্রকাশঃ ৫:৪৯ অপরাহ্ন, জানুয়ারি ১১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ন, জানুয়ারি ১১, ২০১৮

অনন্য ইসলাম,  টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হাইকোর্টের রায়ের কয়েক ঘন্টার মধ্যে ফোরজির লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিতের আদেশ আটকে গেছে চেম্বার আদালতে।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন মামলাটি। এতে করে আবেদন জমা নেওয়ায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রোববারই দেশে চতুর্থ প্রজন্মের এ সেবা দেওয়ার লাইসেন্স ও স্পেকট্রাম নিলামে অংশ নেওয়ার জন্য আবেদনের শেষ দিন।

4G-techshohor

 

এ বিজ্ঞপ্তি বাতিল চেয়েই বৃহস্পতিবার হাইকোর্টে যায় বাংলালায়ন। বিচারপতি নাঈদা হায়দার ও জাফর আহমেদের বেঞ্চ রিটের শুনানি করে প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দেন।

এর কয়েক ঘণ্টা পর  রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের নির্দেশ দেন।

বিটিআরসির পক্ষে চেম্বার আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসও শুনানিতে অংশ নেন।

হাইকোর্টে রিটকারী বাংলালায়নের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন এডভোকেট মাহবুব আলী এমপি।

Symphony 2018

সরকার অনেক দিন থেকে এ সেবা চালু করতে চায়। নানা কারণে এতদিন তা ঝুলে থাকলেও চলতি বছর দ্রুততম সময়ে তা চালু করতে পদক্ষেপ নেয়। এ জন্য ১৪ জানুয়ারি লাইসেন্স পেতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়। আর ১৩ ফেব্রুয়ারি নিলামের দিন ঠিক করা হয়েছে।এরপর দিনই নিলামে জয়ী অপারেটরদের নাম ঘোষণা করা হবে।

4g-techshohor

সকালে হাইকোর্টের আদেশের পর বাংলালায়নের আইনজীবী ড. কামাল হোসেনের সহকারী অ্যাডভোকেট রমজান আলী মুন্সী জানিয়েছিলেন, প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিত করায় ফোরজির সকল কার্যক্রম স্থগিত হয়ে গেছে। তবে বিকালে চেম্বার আদালতের আদেশের পর পরিস্থিতি আবার পাল্টে যায়।

বাংলালায়নের দাবি, ওয়াইম্যাক্স এক ধরনের ব্রড ব্যান্ড সেবা। তাদের লাইসেন্স দেওয়ার সময় বিটিআরসি জানিয়েছিল দেশে আর কোনো ব্রড ব্যান্ড লাইসেন্স দেওয়া হবে না। আর ফোরজিও ব্রড ব্যান্ড সেবা। তাই নিয়ন্ত্রক সংস্থা তার নিজের নিয়মই ভাঙছে, যা নীতির বরখেলাপ।

এ কারণে ফোরজি সেবার জন্য লাইসেন্সের আবেদনের বিজ্ঞাপন বাতিল চেয়েছে ওয়াইম্যাক্স অপারেটরটি।

রিটের বিষয়ে জানতে চাইলে বিটিআরসির কর্মকর্তারা জানান, এ বিষয়ে তারা দ্রুততম সময়ে আইনগত পদক্ষেপ নেবেন। ফোরজি কার্যক্রম যাতে পিছিয়ে না যায় সেজন্য যথাযথ চেষ্টা চালাবেন।

বাংলালায়নের দাবির বিষয়ে তারা বলেন, এ বিষয়ও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

দেশে নতুন প্রজন্মের সেবা ফোরজি চালু করতে সরকারের পাশাপাশি মোবাইল ফোন অপারেটরগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে। বেশ কয়েকটি অপারেটর ফোরজি সিম বিক্রি শুরু করেছে। তবে এ খাতে বড় বিনিয়োগের আগে বিটিআরসির সঙ্গে ফোরজি নীতিমালা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

কমিশন কয়েকদফা সংশোধনের পর নীতিমালা চূড়ান্ত করেছে। এরপরও অপারেটরগুলো তা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এ নিয়ে আবারও আলোচনার সুযোগ রয়েছে বলে টেকশহরডটকমকে জানিয়েছেন নতুন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

*

*