Maintance

মূল্যছাড়ে বিক্রি শুরু এক্সবক্স আল্টিমেট গেইম

প্রকাশঃ ১২:৫০ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাৎসরিক গেইম বিক্রির অংশ হিসেবে মূল্যছাড়ে ‘এক্সবক্স আল্টিমেট’ গেইম বিক্রি শুরু হয়েছে। এই বিক্রি কার্যক্রমে প্রতিষ্ঠানটি তিন শতাধিক গেইম মূল্যছাড়ে বিক্রি শুরু করেছে।

এই অফারে এক্সবক্স মালিকদের সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দেবে প্রতিষ্ঠানটি। এছাড়াও গোল্ড সাবস্ক্রাইবারদের এর বাইরেও অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা দেবে।

Xbox-Ultimate-Game-Sale

এই অফারগুলো থাকছে এক্সবক্স ওয়ান গেইম, ব্যাকওয়ার্ড কম্পাটিবল এক্সবক্স ৩৬০ গেইম এবং ইউন্ডোজ ১০ গেইম।

এছাড়াও অতিরিক্ত হিসেবে এক্সবক্স সিগেট ড্রাইভ, টারটেল বিচ স্টেলথ ৪২০এক্সপ্লাস গেইম, এক্সবক্স ডিজাইন ল্যাব কন্ট্রোল গেইমেও বোনাস ছাড় দিচ্ছে।

এক্সবক্সের এই গেইম বিক্রি শুরু হয়েছে ৩০ জুন থেকে। চলবে ১০ জুলাই পর্যন্ত।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/