Maintance

সবচেয়ে শক্তিশালী গেইমিং কনসোল এক্সবক্স এক্স

প্রকাশঃ ১১:০৩ পূর্বাহ্ন, জুন ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ন, জুন ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: মাইক্রোসফট তাদের গেইমারদের জন্য আরও উন্নত সংস্করণে এক্সবক্স ওয়ান এক্স গেইমিং কনসোল উন্মুক্ত করেছে। সোমবার লস অ্যাঞ্জেলেসের ই৩ এক্সপোতে এর ফিচার প্রকাশ করা হয়।

এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার জানিয়েছেন, আকৃতিতে বাকি এক্সবক্সগুলোর থেকে ছোট হলেও এখন পর্যন্ত এটাই সবচেয়ে শক্তিশালী গেইমিং কনসোল। কারণ এতে মিনিটে ৬০টি ফ্রেম চলতে পারে। সঙ্গে থাকছে ৪কে আল্ট্রা এইচডি রেজুলেশনের ডিসপ্লে।

phil-spencer-xbox-techshohor

Symphony 2018

মাইক্রোসফটের মূল লক্ষ্য হচ্ছে হার্ডকোর গেইমারদেরকে আকৃষ্ট করা। কম বয়সী গেইমারদের জন্যই তারা উন্নতমানের এই গেইমিং কনসোলটি তৈরি করেছে।

গেইমিং কনসোলটি বাজারে ছাড়া হবে ৭ নভেম্বর। এর দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার।

বিবিসি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/