Maintance

চীনে যাচ্ছে এক্সবক্স ওয়ান

প্রকাশঃ ২:৪০ অপরাহ্ন, এপ্রিল ৩০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ন, এপ্রিল ৩০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী সেপ্টেম্বরেই চীনের বাজারে জনপ্রিয় গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান আনছে মাইক্রোসফট। এরফলে পণ্যটির বড় ধরণের বাণিজ্যিক সম্প্রসারণ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার মাইক্রোসফটের মার্কেটিং ও স্ট্রাটেজি বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদী বলেন, চীনে এক্সবক্স ওয়ান উন্মুক্ত করা মাইক্রোসফট ও গেইমিং ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক। এটি গ্রাহকদের কাছে আরও ভালোমানের গেইম ও বিনোদনের অভিজ্ঞতা পৌছে দিতে সহায়ক হবে।

xbox-one-TechShohor

Symphony 2018

চীনে ওটিটি ফাংশনসহ গেইমিং কনসোলের ক্ষেত্রে এটিই প্রথম। ওটিটি হলো এমন একটি মাধ্যম যা ইন্টারনেটের মাধ্যমে কনটেন্ট পৌছে দেয়।

এই ঘোষনার মাধ্যমে চীনে ১৪ বছর ধরে গেইমিং কনসোলের উপর থাকা নিষেধাজ্ঞা শীতল হতে যাচ্ছে। সম্প্রতি চীনও তাদের গেইমিং কনসোলের উপর সেন্সরশীপ আইন বাতিল করেছে। একইসঙ্গে বলা হয়েছে, মাদক ব্যবহার ও সহিংসতার প্রচারণায় গেইম ব্যবহার করা যাবে না।

সম্প্রতি মাইক্রোসফট ঘোষনা করে গত সেপ্টেম্বরে বাজারে আনা এক্সবক্স ওয়ান বিশ্বের ১৩টি দেশে ৫ মিলিয়নের অধিক বিক্রি হয়েছে। আগামী সেপ্টেম্বর নাগাদ এটি বিশ্বের ৪২টি দেশে পাওয়া যাবে।

– গেইমস্পট অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/