Maintance

ভূমিকম্পের তথ্য জানুন অ্যাপে

প্রকাশঃ ৩:৫৩ অপরাহ্ন, এপ্রিল ৫, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ন, এপ্রিল ৫, ২০১৬

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  ভূমিকম্প মানেই আতঙ্ক। বাংলাদেশে এখনও পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানীর ঘটনা না ঘটলেও -এমন আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। বছরে একটি বা দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প এ অঞ্চলে বলতে গেলে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অনুভূত হয়েছে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প।

বেলা ১ টা ৪২ মিনিটে সংঘঠিত এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমগুলো দিয়েছে ভূমিকম্পে মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার খবর। ভূমিকম্পের পর আতঙ্কগ্রস্ত মানুষ ভূমিকম্পের তথ্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কৌতুহলী হয়ে ওঠেন।

তবে চাইলেই তো সব তথ্য পাওয়া সম্ভব নয়। সঠিক মাধ্যম ও সময় ব্যয় করে জানতে হয় ভূমিকম্পের নানা তথ্য। তবে এবার এই কাজটি করে দেবে আপনার মুঠোফোনে থাকা একটি অ্যাপ। কোথায় ভূমিকম্প হয়েছে, মাত্রা কত -প্রভৃতি তথ্যগুলো জানিয়ে দেবে আর্থকুইক নামের অ্যাপটি।

এক নজরে অ্যাপটি বিভিন্ন ফিচার :

অ্যাপ্লিকেশনটিতে রয়েছে কাস্টম নোটিফিকেশন পদ্ধতি। কোথাও ভূমিকম্প হলে নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

কোথায় ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের মাত্রা কতটুকু তাও জানাবে অ্যাপটি।

Symphony 2018

earthquke

অ্যাপটির সাহায্যে ভূমিকম্পের স্থানটি ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেয়া হবে।

এই অ্যাপে পাওয়া বিভিন্ন তথ্য আর্থকুইক রিপোর্টডটকম থেকে নেয়া হয়। ফলে তথ্যের নির্ভরতা ও সত্যতা নিয়ে প্রশ্ন থাকবে না।

অ্যাপটি থেকে তথ্য পেতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

৪.৪ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: 

*

*

Related posts/