Maintance

ভাষা শেখার নতুন অ্যাপ জিস্লেট বাংলা

প্রকাশঃ ৭:৩৯ অপরাহ্ন, ডিসেম্বর ২২, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ন, ডিসেম্বর ২২, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শিশুদের বাংলা ভাষা শেখানোর নতুন অ্যাপ এনেছে গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস। ‘জিস্লেট বাংলা’ নামের এই অ্যাপটির বেটা সংস্করণ গুগল প্লে স্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপটি অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহার করা যাবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেডের এটাই প্রথম উদ্দ্যোগ।

gSlate Bangla-TechShohor

গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেসের চিফ অপারেটিং অফিসার সাজেদুল পাভেল হক বলেন, “শৈশবে ভাষা শিক্ষা শিশুদের জ্ঞান বিকাশে বিশেষভাবে সহায়ক। ‘জিস্লেট বাংলা’ এমন একটি অ্যাপ যা শিশুদের বাংলা ভাষা রপ্ত করতে দারুনভাবে সহায়তা করকে। এটি তাদের স্কুলে ভর্তি হওয়ার আগেই ভাষাজ্ঞান প্রদান করবে।”

অ্যাপটির মাধ্যমে ৩-৫ বছরের শিশুরা খুব সহজেই বাংলা বর্ণমালা এবং সংখ্যা লিখতে ও উচ্চরণ শিখতে পারবে। এতে চক এবং স্লেটের নিখুত শব্দ ব্যবহার করা হয়েছে যা শিশুদেরকে অ্যাপটি ব্যবহারে আগ্রহী করে তুলবে।

অ্যাপটিতে উচ্চারণের পাশাপাশি সংশ্লিষ্ট ছবি ভেসে উঠবে স্ক্রিনে। আর একই সঙ্গে ‘জিস্লেট বাংলা’র মাধ্যমে ছবি আঁকাতে পারবে শিশুরা। অ্যাপটি এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।

*

*