Maintance

সালমানের কিক মুভির মোবাইল গেইম

প্রকাশঃ ৭:০৯ অপরাহ্ন, জুলাই ২০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ন, জুলাই ২০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া বলিউড অভিনেতা সালমান খানের ‌‌‌‌‌‌‌‍‍কিক’ মুভির থিমে তৈরি করা হয়েছে মোবাইল গেইম। ডিজনি ইন্ডিয়ার তৈরি এই গেইমের নামও ‘কিক। সালমান খান ও কিক মুভির নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ সম্প্রতি এটি উদ্বোধন করেন।

মুভিতে সালমান ডেভিল নামের চরিত্রে অভিনয় করেছেন। গেইমের খেলোয়াড়কে সালমান খানের এই চরিত্রে খেলতে হবে। যে চরিত্রে রবিনহুডের মতো ধনীর অর্থ লুট করে গরিবদের বিলিয়ে দিতে হবে । এতে খেলোয়ারকে লেজার, সিকিউরিটি অ্যালার্ম, ম্যানহোলসহ বিভিন্ন বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। সেইসাথে নিজেকে রক্ষা করতে হবে পুলিশের হাত থেকেও । গেইমটি ফিচার ফোন, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ প্ল্যাটফর্মে খেলা যাবে।

Symphony 2018

gameboy-techshohor

সালমান খান এই গেইম নিয়ে বলেন, বাড়িতে বাচ্চারা গেইম খেলতে খুব পছন্দ করে। যদিও গেইম খেলা আমার কর্ম নয়। তবে ভক্তরা সহজ ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় এই গেইমটি খেলে আনন্দ পাবে।

বলিউডে এর আগে শাহরুখ খানের ‘রা ডট ওয়ান’, হৃত্ত্বিকের ‘কৃশ ৩’ ও রজনীকান্তের ‘কোচাডায়ান’ মুভি নিয়ে গেইম তৈরি করা হয়েছে।

*

*

Related posts/