Maintance

স্মার্টফোনে ভিডিও সম্পাদনার অ্যাপ ভিবাভিডিও

প্রকাশঃ ১:০৬ পূর্বাহ্ন, মে ২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ পূর্বাহ্ন, মে ২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও ভিডিও সম্পাদনা (এডিটিং) সম্ভব হচ্ছে অ্যাপের মাধ্যমে। তবে স্মার্টফোনের জন্য থাকা নানা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে ভালোমানের অ্যাপ খুঁজে পাওয়া কষ্টকর। এক্ষেত্রে ভোগান্তি কমাতে পারে ‘ভিভাভিডিও’ অ্যাপ। এটি ব্যবহার করে স্মার্টফোনে সহজেই ভিডিও এডিটিং করা যাবে।

শুধু ভিডিও এডিটিং নয়, চমৎকার ভিডিও ক্যামেরা সুবিধাও রয়েছে এই অ্যাপে। ফলে ভিডিও করে সেটি সম্পাদনা করা যাবে এক অ্যাপের মাধ্যমেই।

viva videoapss_techshohor

এক নজরে অ্যাপটির ফিচারসমূহ:

১.অ্যাপটিতে রয়েছে লাইভ ভিজুয়াল ইফেক্ট মোড। এর অ্যানিমেটেড বাবল স্টাইলের মাধ্যমে একই ভিডিওকে বিভিন্ন শিরোনামে ভিন্নভাবে উপস্থাপন করা যাবে।

২. অ্যাপটি ব্যবহার করে তাৎক্ষনিকভাবে ভিডিও ইফেক্ট তৈরি করা যাবে এবং তা পরে আর অ্যাড করা লাগবে না।

vivavideo app-TechShohor

৩. এতে রয়েছে মাল্টি ক্যাপচার মোড ও মাল্টি ট্রিমার সুবিধা। ফলে একই ভিডিও বিভিন্নভাবে তোলা যাবে।

৪. মাল্টি মিউজিকের মাধ্যমে একের অধিক মিউজিক যুক্ত করা যাবে। এছাড়া অ্যাপটির মাধ্যমে ডাবিং সুবিধাও রয়েছে।

৫. অ্যাপটি ব্যবহার করা সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করা যাবে।

বিনামূল্যে অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

– তুসিন আহমেদ

*

*