Maintance

স্মার্টফোনে সুরের মুর্ছনা ছড়ানোর অ্যাপ পাওয়ারএএমপি

প্রকাশঃ ২:১৪ অপরাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হাতের স্মার্টফোনটি এখন আর শুধু কথা বলতে ব্যবহার হয় না। বহুবিধ কাজে লাগে এটি। সঙ্গীতপ্রেমীরা সুরের ভুবনে ডুবে থাকতেও ব্যবহার করেন ফোনটি।

দিনের বড় সময় জুড়ে স্মার্টফোনে চলতে থাকে সুরের মুর্ছনা। তবে এ গান শোনার কাজটি সহজ করতে ব্যবহার হয়ে থাকে নানা অ্যাপস। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহাকারীদের গান শোনার জন্য প্লে স্টোরে রয়েছে হাজারো মিউজিক প্লেয়ার।

এত সব প্লেয়ারের মধ্যে থেকে সেরাটি বেছে নেওয়া কষ্টকর। এ সমস্যার সহজ সমাধান করতে ‘পাওয়ারএএমপি’ নামে চমৎকার মিউজিক প্লেয়ারটির কথা তুলে ধরা হচ্ছে এ প্রতিবেদনে।

Poweramp-Music-Player-for-Android-Updated-with-Customizable-Widgets

Symphony 2018

অ্যাপটিতে একজন সঙ্গীতপ্রেমীর চাহিদার সব কিছু দিকে নজর দিয়ে তৈরি করা হয়েছে। রয়েছে সব ধরনের ফিচার।

এক নজরে অ্যাপটির ফিচারগুলো
১. অ্যাপটি প্রায় সকল ফরম্যাটের মিউজিক ফাইল সার্পোট করে।
২. রয়েছে চমৎকার সাইন্ড ইফেক্ট। চাইলে নিজের মত করে কাস্টমাইজ করা যাবে।
৩. ডিজাইন এবং ইকুয়ালাইজার চমৎকার।

poweramp_techshohor

৪. এতে রয়েছে স্টেরিও এক্সপানশন, মোনো মিক্সিং এবং ১০ ব্যান্ড গ্রাফিক্যাল ইকুলাইজার। যার ফলে মিউজিকের উন্নত সাউন্ড কোয়ালটি পাওয়া যায়।
৫. এ ছাড়া রয়েছে আডজাস্টমেন্ট,ক্রসফেড এবং গ্যাপলেস প্লেয়িং সুবিধা।

*

*

Related posts/