Maintance

ছবি সাজানোর অ্যাপ পিক্স আর্ট

প্রকাশঃ ২:৩০ অপরাহ্ন, এপ্রিল ১৯, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ন, এপ্রিল ১৯, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবি তোলার পর সেটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ইফেক্ট যোগ করা হচ্ছে হরহামেশাই। ছবিতে নতুন ইফেক্ট যুক্ত করার প্রবণতা বাড়ছে। তবে নিজের তোলা ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এক্সপার্ট হওয়া প্রয়োজন হয় না।

হাতের স্মার্টফোন ব্যবহার করে ছবিতে ইফেক্ট যোগ করা যায় সহজেই। সে রকম একটি অ্যাপস পিক্স আর্ট।

পিক্স আর্ট অ্যান্ডয়েড প্লে স্টোরের অন্যতম একটি ফিচারসমৃদ্ধ অ্যাপ। জনপ্রিয় অ্যাপটির রেটিং ৪.৫। এটির সাইজ ডিভাইস অনুযায়ী পরিবর্তনশীল।

picsart--photo-studio

 

এক নজরে অ্যাপটির ফিচারগুলো
পিসিতে থাকা ফটো এডিটর যেভাবে কাজ করে, ঠিক সেভাবে পিক্স আর্টও অ্যান্ডয়েডচালিত স্মার্টফোনে কাজ করে। এতে রয়েছে চমৎকার প্রি-মেড ফিল্টার ও বিল্ট-ইন ফিচার।

picsart_techshohor

অ্যাপটি ব্যবহার করে ফটো কলাজ, মাস্ক, ফ্রেম, বর্ডার, কল-আউট, স্টিকার, টেক্সট ইফেক্ট যোগ করা যায়।

ক্লিপ-আর্ট, ক্রপিং, কালার অ্যাডজাস্টমেন্ট, রেড আই রিমুভার, ব্লারি ইফেক্টসের মতো ফিচারগুলোও সহজে ব্যবহার করা যায়।

ইফেক্ট যোগ করে অ্যাপটির মাধ্যমে তা গুগল প্লাস এবং জিমেইলে শেয়ার করা যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

*

*

Related posts/