Maintance

শ্রীদেবী কন্যা খুশি কাপুরে মাত ইনস্টাগ্রাম

প্রকাশঃ ৯:৫৫ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বলিউড অভিনেত্রী শ্রীদেবী গত হয়েছেন কিছুদিন হলো। কিন্তু হঠাৎ করেই আবার আলোচনায় তার নাম। তবে নিজের জন্য না। মেয়ের জন্যই হঠাৎ উঠে এসেছে তার নাম।

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। রোববার এক পার্টিতে গিয়েছিলেন খুশি কাপুর। সেই পার্টির কিছু ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। আর তাতেই ভাইরাল হতে শুরু করেছে ছবিগুলো।

Symphony 2018

শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী তার আসন্ন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, অন্যদিকে ১৭ বছর বয়সী খুশি নিজেকে সাজাচ্ছেন নিজের মতো করে।

তাইতো ইনস্টাগ্রামে আপলোড করা ছবিগুলো কেড়েছে অনেকের নজর। পিঠখোলা স্বচ্ছ গাউন ও গাঢ় মেকআপে তিনি সেজেছেন তার স্কুলের অনুষ্ঠানের জন্য। ফাল্গুনী এবং শেন পিককের ডিজাইন করা সোনালি গাউন পরে সবাইকে মাতিয়ে তুলেছেন খুশি। তাকে সাজিয়েছিলেন স্টাইলিশ তানিয়া ঘারভি।

অনেকেই মনে করছেন, খুশি কাপুরও হয়তো অল্প দিনেই নাম লেখাবেন বলিউডের খাতায়।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/