Maintance

সানি লিওনের পছন্দের শীর্ষে প্রযুক্তি গ্যাজেট!

প্রকাশঃ ৬:৫৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ২১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বলিউডের অভিনেত্রী সানি লিওন প্রযুক্তিপণ্য ও গাড়ির গ্যাজেট বেশি পছন্দ করেন।

চতুর্থবারের মতো সানি লিওন বিগ বয়েজ টয়স এক্সপোতে অংশ নিয়েছেন। সেখানে অংশ নিয়েই তিনি বলেছেন, আমার পছন্দ ও আগ্রহের শীর্ষে রয়েছে সর্বশেষ প্রযুক্তিপণ্য, ইলেক্ট্রনিক পণ্য এবং গাড়ির গ্যাজেট।

আমি দ্রুতগতির গাড়ি, স্পোর্টস কার এবং গ্যাজেটগুলি ভালোবাসি। এর সবগুলি বিগ বয়েজ টয়েজ এক্সপোতে নতুন কিছু শোনার অপেক্ষায় রয়েছি। এই শো নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন বলেছেন সানি লিওন।

sunny-leone_techshohopr

সানি বলেন, আমি স্মার্ট পরিধেয় ডিভাইসগুলি ভালোবাসি, কারণ এসব ডিভাইস আমাদের জীবনকে আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে। এক্ষেত্রে সবকিছু শুধু একটি ক্লিক করেই সব কাজ করে ফেলা যায়।

বিগ বয়েস টেকনোলজি এক্সপোকে প্রযুক্তি, স্পোর্টস, সঙ্গীত, বিনোদন, ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্যগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসে।

সম্প্রতি জন্মনিরোধক এক পণ্যের বিজ্ঞাপন করে সামাজিক মাধ্যমগুলোতে আবারও সমোলোচিত হয়েছেন এক সময়ের পর্ন দুনিয়ার এই অভনেত্রী।

আইএএনএস ও বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

Related posts/