HP Banner
Maintance

আমির খানের সেই সেলফির রহস্য প্রকাশ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৪:২৮ - আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৪:৩০

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড় বড় চুল, উষ্কুখুষ্ক দাড়ি আর লম্বা গোঁফ নিয়ে স্ত্রী সন্তানের সঙ্গে তোলা বলিউড সুপারস্টার আমির খানের সেলফির রহস্য ভেদ হলো।

জুলাইয়ের শেষ দিকে এমন চেহারা নিয়ে কয়েকটি সেলফি পোস্ট করেছিলেন আমির খান তার টুইটার অ্যাকাউন্টে। তখন অনেকেই কৌতুহলী হয়ে পড়েন। কেনো এমন চেহারা আমিরের? তবে কী চেহারার এই হাল পরবর্তী সময়ের ছবির জন্য?

নানা প্রশ্ন থাকলেও তেমন কোনো সদুত্তর মেলেনি তখন। রোম থেকে দেওয়া তার সেই সময়ের বেশ কয়েকটি সেলফি ও ছবির রহস্য ভেদ হয়েছে এবার সামাজিক মাধ্যমগুলোতে।

Screenshot_11

তার নতুন ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমার জন্যই আসলে তেমন বেশভূষা ধরেছেন ‘দঙ্গল’ খ্যাত আমির খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার শুটিং স্পটের একটি ছবি প্রকাশ পাওয়ার পর থেকে বিষয়টি উঠে এসেছে আলোচনায়। একইসঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করেছে ছবিটি সামাজিক মাধ্যমগুলোর সহায়তায়।

এমন ছবির সঙ্গে চাউর হতেও সময় নেয়নি যে, নতুন এই সিনেমার জন্য নিজের অনেক ওজন কমাতে হয়েছে মি. পারফেক্টশনিস্টকে। সিনেমাটি পরিচালনা করেছন বিজয় কৃষ্ণ আচার্য।

 

সিনেমাটিতে আমির খানের সঙ্গে অভিনয় করছেন, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখসহ আরও অনেকেই।

সিনেমাটির সম্ভাব্য মুক্তির সময় ২০১৮ সালের ৭ নভেম্বর।

ইমরান হোসেন মিলন

*

*

সর্বাধিক পঠিত