Maintance

অমিতাভের সঙ্গে ফেইসবুকের লুকোচুরি

প্রকাশঃ ৪:১০ অপরাহ্ন, জুলাই ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ন, জুলাই ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের ফেইসবুক পেইজ ঠিকমতো লোড হচ্ছিল না। সেই হতাশায় ফেইসবুক বাদ দিয়ে টুইটারে গিয়ে লিখলেন সরেস দুটি লাইন।

শনিবার তিনি তার টুইটে লেখেন, আরে..ফেইসবুক… তুই আমার জন্য পুরোপুরিভাবে কেনো খুলিস না? সেখানে কিছু কথা লেখার ছিল।

amitabh-fb-techshohor

Symphony 2018

এবারই প্রথম নয়। এর আগেও তিনি ফেইসবুক খুলতে গিয়ে ঝামেলায় পড়েন। সেবার ফেইসবুক লোডিং হতে সময় নেওয়ায় টুইটারে লিখেছিলেন, হ্যালো…! ফেইসবুক…! ওয়েক আপ… আমার পেইজ পুরোপুরিভাবে খুলছে না। গত বেশ কিছুদিন ধরে এই সমস্যা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে, কমপ্লেইন করার জন্য এ মাধ্যমটি বেছে নিতে হচ্ছে।

উল্লেখ্য, ফেইসবুকে অমিতাভ বচ্চনের ২৭ মিলিয়ন ভক্ত আছেন।

৭৪ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন আরেক বলিউড তারকা আমির খান।

এনডিটিভি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/