Maintance

ডালা খুলে ওয়ান প্লাস ৫ দেখছেন অমিতাভ

প্রকাশঃ ১২:৩১ অপরাহ্ন, জুন ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ন, জুন ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চ্যাম্পিয়ান্স ট্রফির খেলা দেখার সময় অনেকবারই অমিতাভ বচ্চনকে ব্রিফকেসের ডালা খুলতে দেখা গেছে।

প্রথমে ডালা খুলে একবার ওয়াও বললেন। পুরো বিজ্ঞাপনে অমিতাভ ছাড়াও অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও ভির দাসকে ব্রিফকেসটির ডালা খুলতে দেখা দেখা যায়।

বিজ্ঞাপনটির শেষ অংশে অমিতাভ একজনকে জিজ্ঞেস করেন, ২২ জুনই তো মুক্তি পাচ্ছে নাকি? সুপারব। এরপরই তিনি ডালাটি বন্ধ করে দেন।

TV-commercial-one-plus-techshohor

ডালার ভিতরে আসলে একটি ফোন ছিল। ওয়ান প্লাস ৫ মডেলের ফোনটি ভারতের বাজারে উন্মোচন হবে আগামী ২২ জুন।

চীনের ব্র্যান্ড ওয়ান প্লাসের ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন। গত মার্চে বড় বচ্চন ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হন। তারই প্রচারণা চালাতে গিয়ে বিজ্ঞাপনে তিনি ডালা খুলে ফোন দেখেছেন।

ইকোনোমিক টাইমস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/